।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে। ১২ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ধারণক্ষমতার সিলিন্ডারের দাম হ্রাসের এই সিদ্ধান্ত সোমবার (৩ মার্চ) বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়। নতুন দাম সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে।
১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল। এছাড়া, ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৬৬৪ টাকা, ১২.৫ কেজির দাম এক হাজার ৫১০ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৮১২ টাকা, ১৬ কেজির দাম এক হাজার ৯৩৩ টাকা, ১৮ কেজির দাম দুই হাজার ১৭৫ টাকা, ২০ কেজির দাম দুই হাজার ৪১৬ টাকা, ২২ কেজির দাম দুই হাজার ৬৫৮ টাকা, ২৫ কেজির দাম তিন হাজার ২০ টাকা, ৩০ কেজির দাম তিন হাজার ৬২৪ টাকা, ৩৩ কেজির দাম তিন হাজার ৯৮৭ টাকা, ৩৫ কেজির দাম চার হাজার ২২৮ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৪৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা কমানো হয়েছে। নতুন দাম প্রতি লিটার ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ৬৭ টাকা ৭৪ পয়সা ছিল।