।। নিউজ ডেস্ক ।।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির জন্য “স্কিল ডেভলপমেন্ট অ্যান্ড অন্ট্রোপ্রেনরশিপ: দ্য অনলি হোপ ফর মিলিয়নস অব নিট (নট ইন এডুকেশন-এমপ্লয়মেন্ট ট্রেনিং) ইয়ুথ” শীর্ষক সেমিনার ও গোলটেবিল বৈঠকে বক্তারা সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। দেশে বর্তমানে বেকার ১০ লাখের বেশি। সরকারের পক্ষ থেকে সবার জন্য চাকরির ব্যবস্থা করা প্রায় অসম্ভব। একমাত্র দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে এই বেকার সমস্যার সমাধান সম্ভব। সকল ব্যবসায়ী শিল্পপতি এবং কর্তৃপক্ষকে “তারুণ্যে বিনিয়োগ” এই লক্ষ্যকে একটি আদর্শ হিসেবে গ্রহণে বক্তারা গুরুত্ব আরোপ করেন। এই সমন্বিত চেষ্টা তারুণ্যের বিনিয়োগ কর্মসূচিকে সফল করবে এবং সকল ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ উদ্দিন আহমেদ, সম্মাননীয় অতিথি ছিলেন বিশ্ববিদ্যায়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো.কামরুজ্জামান লিটু, রিনিউঅ্যাবল এনার্জি বিশেষজ্ঞ শামসুল আরেফিন সোহেল ও সাইক গ্রুপের কমিউনিকেশন ডিরেক্টর নূরনবী সিদ্দিক।
প্রধান অতিথি অধ্যাপক ড. শহীদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের এই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যেসব কোর্স দেখলাম সেগুলো আমার কাছে খুব সম্ভাবনাময় মনে হয়েছে। আমাদের দেশের তরুণরা যথেষ্ট মেধাবী তাদের ভালোভাবে প্রশিক্ষণ দেয়া গেলে জাপান ও যুক্তরাষ্ট্রের মতো ইনোভেশনে আমরা এগিয়ে যাবো। উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।
স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহসানুল হক মিলন বলেন, যাদের অ্যাকাডেমিক ডিগ্রি নেই তাদের হয়তো অন্য কোনো ভালো স্কিল আছে। আমরা সেসব মেধাবীদেরও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবো। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে অনেকে বেকার হয়ে ঘুরছেন। বিশ্ববিদ্যালয়ের সনদের পাশাপাশি যদি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ থাকতো তাহলে কেউ বেকার থাকতো না। আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দেশের বেকারত্ব দূর করতে সহায়তা করবে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রতিটি কোর্সের দুইটি অ্যাক্রিডিটেশন থাকবে। একটি দেশীয় ও অপরটি আন্তর্জাতিক। যাতে তাদের জন্য পৃথিবীব্যাপী কর্মক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হয়। কোর্সের অংশ হিসেবে ইংরেজি ও বেসিক আইটি এবং কোর্স শেষে কয়েক মাসের জন্য পেশাগত কর্মক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এজন্য বিভিন্ন কর্পোরেট ও নিয়োগ কারী কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং যথেষ্ট সাড়া পাওয়া গেছে।
তিনি বলেন, স্কিলকোর্স, কর্মক্ষেত্রে প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে তাদের গড়ে তোলা একটি সমন্বিত জাতীয় কার্যক্রম।এই ক্ষেত্রে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। এর ফলে তরুণ-তরুণীরা এখানে প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে চাকরি ও উদ্যোক্তা হবার সুযোগ পাবে। প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরাও যেনো প্রশিক্ষণ নিয়ে আয় করার সুযোগ পায় এজন্য আমরা গ্রামে গ্রামে ফ্রিল্যান্সিং কোর্স চালু করবো।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক বিশেষ দূত ও আন্তর্জাতিক মেরিটাইম অরগানাইজেশনের সাবেক সেক্রেটারি জেনারেল ক্যাপ্টেন মঈন আহমেদ বলেন, আমাদের মার্চেন্টদের সার্টিফিকেটের নাম প্রুফ অব কম্পিটেন্সি। অর্থ্যাৎ এখানে যে কোনো বিষয়ে দক্ষতা দেখা হয়। মেরিন বিষয়ক বিভিন্ন কোর্স চালু করা হলে চাকরিপ্রার্থীরা উপকৃত হবে। কারণ এসবের চাহিদা বিশ্বব্যাপী।
পর্যটন করপোরেশনের সাবেক জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ৩-৬ মাস ব্যাপী বিভিন্ন কোর্স চালু করা যেতে পারে। তিন মাস পড়াশোনা এবং বাকি তিন মাস ব্যবহারিক শিক্ষা দেওয়া যেতে পারে। আমাদের দেশে কক্সবাজার ও পটুয়াখালীর বিভিন্ন হোটেলসহ বিদেশেও এসব কোর্স পাস করা শিক্ষার্থীদের অনেক চাহিদা রয়েছে।
সেমিনারে সেমিকন্ডাক্টর ও চিপ তৈরির বিভিন্ন কোর্স, ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টর, হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, জাপানিজ ল্যাগুয়েজ এন্ড কালচার, কেয়ার গিভিং, ইংলিশ কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন কোর্স চালু ও উদ্যোক্ত তৈরি করার প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দক্ষতা উন্নয়ন কোর্সগুলোর সম্ভাব্য রূপরেখা উপস্থাপন করেন, রোবোটিক্স এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মাজিদ ইশতিয়াক আহমেদ এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার।