।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারী হাফেজ কল্যাণ সংস্থার আয়োজনে চিলমারীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৬টি মাদ্রাসার ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার সভাপতিত্ব করেন আমীর খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার আলহাজ্ব ক্বারী মাওলানা আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান বিলু, অধ্যক্ষ মাওলানা নাজমুল হাসান, চিলমারী মডেল থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর-ই-আলম সিদ্দিক, ইমাম ও খতিব উপজেলা মডেল মসজিদ চিলমারীর মাওলানা মামুনুর রশিদ, ইমাম ও খতিব থানাহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি আব্দুল ওয়াজেদ, হাফেজ ক্বারী মোঃ আসাদুজ্জামান মুকুট, মাওলানা মোঃ ইয়ার আলী, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক মোঃ আখতারুজ্জামান আসিফ, চিলমারী হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ হাফেজ মোঃ ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মনিরুজ্জামান লিটন প্রমুখ।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন হাফেজ আরিফুল হাসান আলমগীর। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংস্থা সূত্রে জানা গেছে, ১৬টি মাদ্রাসার ৪১ জন শিক্ষার্থীকে দুটি গ্রুপে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন থানাহাট বাইতুল হক নূরানী তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ জুহাইর। দ্বিতীয় স্থান অর্জন করেন জোড়গাছ পুরাতন বাজার মারকাজুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেন জোড়গাছ মন্ডল পাড়া নূরানী তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ শাহাদত হোসাইন। চতুর্থ স্থান অর্জন করেন তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী মোঃ তারিকুল ইসলাম তুহিন।
‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন জোড়গাছ মন্ডল পাড়া নূরানী তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ শাহরিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেন দারুচ্ছুন্নাহ হিফজুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে কুরআনের জ্ঞান ও হিফজের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন উপস্থিত অতিথিবৃন্দ।