।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারী উপজেলায় একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চিলমারী প্রেসক্লাবের সভাপতি মনিরুল আলম লিটু। গত ১৮ ফেব্রুয়ারি ‘বঙ্গ নিউজ’ নামক একটি পত্রিকায় “আ’লীগ নেতার আমন্ত্রণে প্রেসক্লাব চিলমারীর একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন বিএনপি নেতারা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চিলমারী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুল আলম লিটু জানান, চিলমারী প্রেসক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সহ-অধ্যাপক মো. আবু হানিফা। তিনি আরও উল্লেখ করেন যে, চিলমারী প্রেসক্লাবে আওয়ামী লীগের কোনো নেতা নেই এবং সংবাদে উল্লিখিত দুই বিএনপি নেতা প্রকৃতপক্ষে প্রেসক্লাবের সাথে জড়িত।
বক্তব্যে আরও বলা হয়, আবু হানিফা চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘জনপ্রাণ’ পত্রিকার প্রকাশক এবং মো. ফজলুল হক প্রেসক্লাব চিলমারীর নির্বাচিত কার্যকরী সদস্য। তাই তারা প্রেসক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা সম্পূর্ণ স্বাভাবিক। তবে একটি মহল ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের কার্যক্রমে বাধা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আসছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেন। এ ধরনের সংবাদ সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্বের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
//নিউজ/চিলমারী//সোহেল/ফেব্রুয়ারি/২০/২৫