।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে আদালত থেকে স্বাক্ষী দিয়ে ফেরার পথে ভাতিজার হাতে চাচাকে অপহরণের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উলিপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অপহরণের সময় ব্যবহৃত মাইক্রোবাসসহ পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম থেকে উলিপুরে ফেরার পথে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর হালা বটতলা এলাকায়।
মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের আব্দুর রহমান (৬৫) ও তার ভাতিজা ফুল মিয়া’র (৪০) মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতেও মামলা চলমান ছিল। ফুল মিয়া আব্দুর রহমানকে বারবার মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন। বুধবার আব্দুর রহমান ও তার জামাতা জহুরুল হক (৪৫) আদালতে স্বাক্ষী দিতে যান। ফেরার পথে পাঁচপীর হালা বটতলা এলাকায় ফুল মিয়া ও তার সহযোগীরা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৬১৯) দিয়ে তাদের গতিরোধ করেন। এ সময় আব্দুর রহমানকে অটোরিক্সা থেকে নামিয়ে মারপিট করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সময় আব্দুর রহমানের জামাতা জহুরুল হক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং পরিবারকে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নারিকেলবাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে মাইক্রোবাসটি আটক করা হয়। তবে ফুল মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যান। গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করা হয়। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
পরে পুলিশ মাইক্রোবাস চালক মনজুরুল হক (৪৮) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমানের জামাতা জহুরুল হক ফুল মিয়া, মাইক্রোবাস চালকসহ তিনজনের নাম উল্লেখ করে এবং চারজন অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।
আব্দুর রহমানের মেয়ে আরজিনা বেগম (৪০) জানান, তাদের পরিবারের জমি দখল করার জন্য ফুল মিয়া দীর্ঘদিন ধরে তার বাবাকে হুমকি দিচ্ছিলেন। তিনি বলেন, “আমাদের কোনো ভাই নেই। আমরা তিন বোন। ফুল মিয়া আমাদের দেড় একর জমির কিছু অংশ ইতিমধ্যে দখল করে নিয়েছেন এবং বাকি অংশও নিতে চান। আমার বাবাকে হত্যা করার জন্যই তাকে অপহরণ করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত মাইক্রোবাস চালককে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
//নিউজ/উলিপুর//জাহিদ/ফেব্রুয়ারি/২০/২৫