।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারী উপজেলার ফকিরেরকুঠি এলাকায় এক যুবক গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মৃত যুবকের নাম মাসুম মিয়া (৩৬), যিনি এলাকার সাদেক আলীর ছেলে। গত ১ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার ফকিরেরকুঠি এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম মিয়া তার বসতবাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ভিতরে সোনালু গাছের ডালে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহকে এই আত্মহত্যার কারণ বলে মনে করা হচ্ছে। মাসুম মিয়ার দুই স্ত্রী ছিলেন, একজন ঢাকায় এবং অন্যজন গ্রামে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল।
ঘটনার দিন মাসুম মিয়া ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তবে রাতে তাকে বাড়ির পাশের বাঁশঝাড়ে গাছের ডালে মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে ঝুলতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব ঘটনাটি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে মাসুম মিয়া আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির মামা থানায় ইউডি মামলা দায়ের করতে চাইলে বিষয়টি তদন্ত করা হবে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হবে বলে তিনি জানান।