।। উপজেলা প্রতিনিধি ।।
নাগেশ্বরীতে এক বিধবা নারীর জমি জবরদখল ও তার বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের শিকার মাজেদা বেগম (৫০) জানান, তার স্বামীর ভাইয়েরা তার জমি জবরদখল করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মাজেদা বেগম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।
মাজেদা বেগমের স্বামী মনসুর আলী ও তার বাবা ওমর আলী জীবিত থাকাকালীন নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী মৌজায় ২৫৬ শতক জমি রেজিস্ট্রি করে গিয়েছিলেন। মাজেদা বেগমের অভিযোগ, তার স্বামী ও শ্বশুরের মৃত্যুর পর স্বামীর ভাই মোজাম্মেল হক, আব্দুল লতিফ সরকার, হাবিবুর রহমান ও অন্যান্যরা জোরপূর্বক জমি দখল করে নিয়েছে। এ নিয়ে মাজেদা বেগম ও তার ছেলে মাহাবুর রহমান জমির ভাগ চাইতে গেলে তাদের হুমকি ও ভয়ভীতির শিকার হতে হয়েছে।
গত ১৮ জানুয়ারি মোজাম্মেল হক ও অন্যান্যরা মাজেদা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা মাজেদা বেগম ও তার ছেলে মাহাবুর রহমানকে মারধর করে এবং মাহাবুরের স্মার্টফোন ছিনিয়ে নেয়। এছাড়াও মাজেদা বেগম ও তার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপরও ২৫ জানুয়ারি পুনরায় তাদের বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। এ সময় মাহাবুর রহমান বাধা দিলে তাকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করা হয়।
স্থানীয়রা জানান, মৃত মনসুর আলী মোজাম্মেল হক ও অন্যান্যদের বৈমাত্রেয় ভাই ছিলেন। তাদের বাবা জীবিত থাকাকালীন জমি রেজিস্ট্রি করে দিলেও মোজাম্মেল হক ও তার ভাইয়েরা মাজেদা বেগম ও তার পরিবারকে জমির ভাগ বুঝে দিচ্ছে না। বরং তাদের উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। মাজেদা বেগম ও তার পরিবার গরিব ও অসহায় হওয়ায় তারা ভীষণ দুর্দশায় রয়েছেন।
নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাফুজার রহমান মুকুল বলেন, বিষয়টি মিমাংসার জন্য একাধিকবার শালিসী বৈঠক করা হয়েছে। কিন্তু মোজাম্মেল হক ও অন্যান্যরা তা মানেনি। মাজেদা বেগমের স্বামী না থাকায় তারা তাকে ঠকানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, মাজেদা বেগম বৈষম্যের শিকার।
মামলার বিবাদী মোজাম্মেল হকের সাথে কথা বলতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, প্রতিদিন অনেক অভিযোগ জমা হয়। মাজেদা বেগমের অভিযোগ কোন অফিসার তদন্ত করছেন তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তিনি রেজিস্টার দেখে বিষয়টি জানাবেন বলে জানান।
মাজেদা বেগম বলেন, তার স্বামীর মৃত্যুর পর থেকে দীর্ঘদিন ধরে তার ভাইয়েরা তার পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের বসতভিটা দখল করার চেষ্টা করছে এবং হুমকি দিচ্ছে। তিনি তার ছেলে-মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থায় তার সন্তানদের লেখাপড়াও বাধাগ্রস্ত হচ্ছে। তিনি তার স্বামীর ন্যায্য পাওনা বুঝে পেতে সঠিক বিচার চান।