।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম টিটিসির প্রশিক্ষণার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টিটিসির অধ্যক্ষের নিকট চাঁদা দাবি করে তা না পেয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা এই সমাবেশের আয়োজন করেন। রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় কুড়িগ্রাম টিটিসি গেট থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
প্রতিবাদ সমাবেশে ড্রাইভিং ট্রেডের শিক্ষার্থী মুওালিব হোসেন বলেন, “অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই।” বক্তারা অবিলম্বে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থী শাহরিয়ার হাসান, ইলেকট্রিক্যাল ট্রেডের মিঠু, মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডের অর্ছি সাহা, আরএসি ট্রেডের আরিফা প্রমুখ।