।। নিউজ ডেস্ক ।।
উলিপুর ও নাগেশ্বরীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উলিপুরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার বুড়াবুড়ি, হাতিয়া ও থেতরাই ইউনিয়নে ১ হাজার ১০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২টি কম্বল, ২টি শিশুদের সোয়েটার ও নারীদের জন্য ১টি করে চাদর দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি সারোয়ার হোসাইন, এন্টিসিপেটরী এ্যাকশন অফিসার তাজমুল ইসলাম, এমজেএসকেএসের উপ-পরিচালক শ্যামল চন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
এ সময় কাজী মাহমুদুর রহমান বলেন, “এই শীতবস্ত্র তীব্র শীতে অতি দরিদ্র মানুষের জন্য সহায়ক হবে।” তিনি দাতা সংস্থা ও এমজেএসকেএসকে ধন্যবাদ জানান এবং আরও মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যদিকে, নাগেশ্বরীতে জান্নাতি মহিলা উন্নয়ন সমিতি ও নূর মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এফএনবি সংস্থার অর্থায়নে হাসনাবাদ ইউনিয়নের বলাইরপাট গ্রামে শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ফাতেমা বেগম, নূর মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী কোহিনুর বেগম, সোহাগী আদর্শ পাঠাগারের নির্বাহী পরিচালক কুলছুম বেগম এবং সাংবাদিক এম সাইফুর রহমান প্রমুখ।