।। নিউজ ডেস্ক ।।
চিলমারীতে আয়োজিত কৃষক সমাবেশের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাড়ে ৬৫ লাখ টাকার বরাদ্দ চেয়ে দেওয়া একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক নাহিদ হাসান নলেজের স্বাক্ষরিত এই চিঠি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, কুড়িগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে ৩০ হাজার কৃষকের এক বেলা খাবারের জন্য ৬০ লাখ টাকা, ভিআইপিদের খাবারের জন্য ৫০ হাজার টাকা এবং স্টেজ ও লাইটিং বাবদ ৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “জেলে-তাঁতী-কৃষকদের ন্যায্য দাবির ভিত্তিতে আগামী ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৩০ হাজার কৃষকের এক বেলা আহারের ব্যবস্থা করতে সরকারি সহায়তা প্রয়োজন।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীরপ্রতীক। উদ্বোধক হিসেবে থাকবেন উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও বুদ্ধিজীবীরা, যেমন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, এবং লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ।
গণকমিটির আহ্বায়ক নাহিদ হাসান নলেজ জানান, “কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্যই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বরাদ্দের জন্য দেওয়া চিঠিটি একটি মহল ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। বরাদ্দ চাওয়া হলেও এখনো কোনো অর্থ পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “অনেক ভিআইপি সামান্য ত্রাণ বা কম্বল বিতরণে হেলিকপ্টার ব্যবহার করে লাখ লাখ টাকা ব্যয় করেন, যা ভাইরাল হয় না। কিন্তু আমরা কৃষকদের জন্য সহায়তা চাইলে সেটি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।”
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় জানিয়েছে, মন্ত্রণালয়ে চিঠি ফরওয়ার্ড করা হয়েছে, তবে এখনো কোনো বরাদ্দ আসেনি।