।। উপজেলা প্রতিনিধি ।।
অতিরিক্ত দামে সার বিক্রি ও মজুদ থাকার পরেও বিক্রি না করার দায়ে ৫ ডিলারকে জরিমানা
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি এবং মজুদ থাকার পরেও সার না বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিসিআইসি অনুমোদিত পাঁচ ডিলারকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী সদরের পাঁচটি সার বিক্রেতা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একজন কৃষক, নুর ইসলাম, অভিযোগ করেন যে, তিনি মেসার্স শহিদুল আলম ট্রেডার্স থেকে ডিএপি সার কিনতে গিয়ে ১০৫০ টাকার সরকারি নির্ধারিত মূল্যের পরিবর্তে ১৪৫০ টাকা পরিশোধ করতে বাধ্য হন। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বিষয়টি তদন্ত করেন এবং পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
একই পরিবারের তিন ভাইসহ পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মেসার্স জনার্দ্দন চন্দ্র সাহা (৩০ হাজার টাকা জরিমানা), মেসার্স নিতাই চন্দ্র সাহা (৩০ হাজার টাকা জরিমানা), মেসার্স হিরালাল চন্দ্র সাহা (৩০ হাজার টাকা জরিমানা) এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী মেসার্স সহিদুল আলম ট্রেডার্স (৩০ হাজার টাকা জরিমানা) ও মেসার্স সুমন ট্রেডার্স (২৫ হাজার টাকা জরিমানা)।
স্থানীয়রা জানিয়েছেন, একই পরিবারের তিন ভাই এবং অন্য এক পরিবারের স্বামী-স্ত্রী তাদের নিজ নিজ ইউনিয়নে না গিয়ে ভূরুঙ্গামারী সদরে সার বিক্রি করছেন। এতে কৃষকদের বাড়তি সময় ও পরিবহন ব্যয় করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, “সার ব্যবস্থাপনা আইন ২০০৬” এর ১২(৩) ধারা মোতাবেক এই জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, “প্রত্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//নিউজ/ভূরুঙ্গামারী//মাইদুল/জানুয়ারি/২২/২৫