।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ লক্ষ টাকার প্রণোদনার মাধ্যমে এই অঞ্চলের ৬৪ জন কৃষক ৫০ শতক জমিতে ব্রিধান-৯১ রোপণ করেছেন। ট্রে পদ্ধতিতে ২৫ দিনের মধ্যে তারা চারা উত্তোলন করে রোপণ করেছেন। আশা করা হচ্ছে, আগামী ৬০ দিনের মধ্যে এসব জমির ধান কাটা যাবে।
কৃষি কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগের ফলে কৃষি খাতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা এর সুফল পাবেন।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিক পদ্ধতি সম্প্রসারণ জরুরি। রাইস ট্রান্সপ্লান্টার এমন একটি যন্ত্র যা কম শ্রমিক দিয়ে অল্প সময়ে অধিক জমিতে বীজ বপন, চারা উত্তোলন এবং ধান কাটার মতো কাজ সহজতর করবে। এ ধরনের যন্ত্র ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তুকি দিচ্ছে, যা কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক।”