।। নিউজ ডেস্ক ।।
দেশবন্ধু গ্রুপের উদ্যোগে কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে এই উদ্যোগের মাধ্যমে জেলার ২০০ হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শফি খান (প্রথম আলো), প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ইউনুস আলী, এনটিভির প্রতিনিধি হাসিবুর রহমান, দেশবন্ধু গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী ম্যানেজার শফিকুল আযম, সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
বিতরণ কার্যক্রমের পর, কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের খাসেরচর ও আইরমারি চর এলাকার তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যেও কম্বল বিতরণ করা হয়।