।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
উলিপুর থানার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোরা এবং দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করেন।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী মোসাব্বির হোসেন গত ২১ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে সোমবার মতি শিউলীকে গ্রেফতার করে পুলিশ। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত মতি শিউলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।