।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি এবং উলিপুর উপজেলা বিএনপি পৃথকভাবে এই আয়োজন সম্পন্ন করে।
রবিবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। দুপুরে দাদামোড়ের আলমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভা শেষে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক।
একই দিন উলিপুর উপজেলায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকারসহ স্থানীয় নেতারা।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়। একইসঙ্গে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের জন্যও প্রার্থনা করা হয়।