।। নিউজ ডেস্ক ।।
“একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” স্লোগানকে সামনে রেখে উলিপুরে গঠিত হলো সামাজিক সংগঠন অরণ্য-এর নতুন উপজেলা কমিটি।
শুক্রবার (১৭ জানুয়ারি) উলিপুরের গুনাইগাছ আনছারী আইটি হল রুমে সংগঠনটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩১ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুর নবী আজাদ এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তৈয়বুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আনছারী আইটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম আনসারী। এছাড়া অরণ্য সংগঠনের কুড়িগ্রাম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জামিউল ইসলাম, কোষাধ্যক্ষ মেজবাউল ইসলাম, গাছ রক্ষণাবেক্ষণ বিষয়ক সম্পাদক এনামুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির উপদেষ্টা নুর আমিন এবং তৈয়বুর রহমান তাদের বক্তব্যে বলেন, “সমাজের পরিবেশ রক্ষা ও সামাজিক সংকট মোকাবিলায় অরণ্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে। তরুণদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সংগঠনটি ইতোমধ্যে নানা ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে।”
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, অগ্নিকাণ্ডসহ যেকোনো সংকটময় সময়ে অরণ্য বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি তাদের এই মানবিক কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অরণ্য সামাজিক সংগঠন স্থানীয় ও জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ এবং গাছ রোপণসহ বিভিন্ন সেবামূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।