।। নিউজ ডেস্ক ।।
তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিভেদ নিরসন এবং বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে কুড়িগ্রামে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে কুড়িগ্রাম জেলার সচেতন ছাত্র সমাজের উদ্যোগে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন মেহেদী হাসান (কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট), ইফতে খাইরুল (সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ), এবং আমান (কারমাইকেল কলেজ)।
বক্তারা বলেন, তাবলীগ জামাত মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশের স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা অভিযোগ করেন, তাবলীগ জামাতের একটি পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। এ বৈষম্য দূর করতে এবং উভয় পক্ষের মধ্যে সমতা আনার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনটি প্রধান প্রস্তাবনা তুলে ধরা হয়, ১. উভয় পক্ষকে তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুযোগ দেওয়া, ২. কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগ জামাতের কার্যক্রমে সমতা নিশ্চিত করা, ৩. ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
বক্তারা আরও জানান, এসব প্রস্তাব বাস্তবায়ন না হলে ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি আরও জোরদার করা হবে।
তারা দেশের সাধারণ মানুষের সহানুভূতি ও সমর্থন কামনা করেন এবং ইসলামের দাওয়াহ কার্যক্রমে বিভেদের অবসান ঘটিয়ে ঐক্যের আহ্বান জানান।