।। উপজেলা প্রতিনিধি ।।
রাজারহাটে তিস্তা নদীর তীরবর্তী দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশম বগুড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর খিতাব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিচুর রহমান লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আল মিজান মাহিন এবং সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম।