।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার করে বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুড়িগ্রাম সরকারি কলেজ মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর। বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নয়ন, পৌর যুবদলের সদস্য সচিব শিমুল এবং নিহত যুবদল নেতা আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক।
আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক সমাবেশে বলেন, “আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আমরা ন্যায়বিচার চাই।”
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে একটি অরাজনৈতিক বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন নিহতের বাবা আয়নাল হক ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সমাবেশে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে জেলা যুবদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
কুড়িগ্রাম জেলা যুবদল নেতারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।