শাহাদত হোসেন শুভ, উলিপুরঃ
আজ উলিপুরে “বুড়ি তিস্তা বাঁচাও উলিপুর বাঁচাও, থেতরাই টু কাঁচকোল, আনবো মোরা পানির ঢল” স্লোগানকে ধারন করে “প্রতীকী পানির ঢল” কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।
সকাল ১১টায় রেল নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এবং উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘বুড়ি তিস্তা’ নদীর তীরে খেওয়ার পার ঘাটে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীটি একটি র্যালী দিয়ে শুরু হয়ে শহীদ মিনার চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বুড়ি তিস্তা নদীর পাড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত র্যালী ও সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বুড়ি তিস্তা দখলমূক্ত করার দাবিতে একাত্মতা প্রকাশ করে এবং বুড়ি তিস্তা নদীতে ঘটি, বালতি, জগ, মগ, বোতল, কলস ইত্যাদি দিয়ে পানি ঢেলে বুড়ি তিস্তা নদীর দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী, সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.কফিল উদ্দিন, উলিপুর পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, গণকমিটির কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুল আবেদীন ডলার, জেলা সভাপতি তাজুল ইসলাম ও উপজেলা সভাপতি সভাপতি আপন আলমগীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ খান মেনন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।