।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান পলাতক থাকায় পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তার অনুপস্থিতিতে পরিষদে সেবা নিতে এসে হতাশায় ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ। পরিষদের সদস্যরা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার পরিবর্তনের জেরে গ্রেফতার আতঙ্কে চেয়ারম্যান মোখলেছুর রহমান পলাতক রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিকত্ব, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সরেজমিনে গুনাইগাছ ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদ ফাঁকা পড়ে আছে। সেবা নিতে আসা মানুষজন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সুরাহা পাচ্ছেন না। পরিষদের একমাত্র কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল হুদার কাছে গেলেও তেমন কোনো কার্যকর সমাধান মেলেনি।
স্থানীয়দের মধ্যে দালালী পাড়া এলাকার শাহার উদ্দিন জানান, অসুস্থতার কারণে একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হলেও চার মাস ধরে পরিষদে ঘুরে কোনো সেবা পাচ্ছেন না। রামধন এলাকার জয়নাল আবেদীন বলেন, “তিন-চার মাস ধরে জন্মনিবন্ধনের জন্য ঘুরছি, কিন্তু চেয়ারম্যান বা সচিব কাউকে পাচ্ছি না। আমার মেয়ের মাতৃত্বকালীন কার্ড করতে হলে জন্মনিবন্ধন খুবই প্রয়োজন।”
পশ্চিম কালুডাঙ্গা এলাকার কাজিম এগ্রো ফার্মের মালিক আকতারুল ইসলাম জানান, ট্রেড লাইসেন্স নবায়ন করতে এসে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “হিসাব সহকারী জানিয়েছেন ট্রেড লাইসেন্সের কাজ আপাতত বন্ধ রয়েছে।”
এছাড়া ঢাকায় পোশাক কারখানার শ্রমিক আলামিন বলেন, “দুই দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছি ভোটার হওয়ার জন্য, কিন্তু চেয়ারম্যানের সই না পাওয়ায় সব আটকে আছে। চাকরি বাঁচাবো নাকি ভোটার হবো, সেটা এখন বড় প্রশ্ন।”
পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, “চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদ কার্যত অচল। আমরা প্যানেল চেয়ারম্যান নিয়োগের জন্য আবেদন করেছি।”
এ বিষয়ে চেয়ারম্যান মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান বলেন, “চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়ে পরিষদের সদস্যরা অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
//নিউজ/উলিপুর//জাহিদ/জানুয়ারি/০৬/২৫