।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে পরিবেশ সংরক্ষণে পরিচালিত এক অভিযানে একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের তেতুলতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম। তেতুলতলা এলাকায় রমিজল ইসলামের ইটভাটায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন’ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান বলেন, “পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
সরকারি নির্দেশনা অনুযায়ী, ইটভাটা পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন এবং প্রাসঙ্গিক আইন মেনে চলা বাধ্যতামূলক। এসব শর্ত লঙ্ঘন করায় অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।