।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুরে ৩১০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট। “উষ্ণ ছোয়া জাগুক আশার, সম্পর্ক হোক ভালোবাসার” এই প্রতিপাদ্যে রোববার (৫ ডিসেম্বর) দুপুরে এই উদ্যোগ বাস্তবায়িত হয়।
যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। শীতবস্ত্র পেয়ে এলাকার এক বিধবা নারী আমেনা বেওয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল! শীতের মসম কোনা কোনরকমে পার হইবে!”
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর এবং সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন, সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ হোসেন চৌধুরী অয়ন, সদস্য আহসানুল আল হাসিব অয়ন ও মাহবুব মুর্শেদ বিন জাহিদ সিয়াম প্রমুখ।
সন্ধানী ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, “আজ আমরা ৩১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। শুধু শীত নয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এছাড়াও ঢাকায় আমরা রুগীদের রক্তদানসহ নানা সহযোগিতা করে থাকি।”