।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৪) সকালে স্থানীয় বিএনপি কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।
এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফুলবাড়ী কাচারিমাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক রেজাউল করিম রেজা। এতে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং ছাত্রদলের সাবেক সভাপতি মাহাফুজার রহমান মাছুম।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সুশিক্ষা অর্জন এবং দেশ গঠনের ওপর জোর দেন। পাশাপাশি ছাত্রদের পড়ালেখার গুরুত্ব তুলে ধরে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের ছাত্রদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।