।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ীর সীমান্ত ঘেঁষা মোহরটারী এলাকায় একটি বিপন্ন প্রজাতির শকুন ধরা পড়েছে। শকুনটি অসুস্থ থাকায় উড়তে না পেরে লোকালয়ে চলে আসে। রবিবার বিকেলে স্থানীয়রা বিশাল আকৃতির এই শকুন দেখতে পেয়ে ধরে নিরাপদ স্থানে রেখে দেয়।
ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী বন কর্মকর্তা সেকেন্দার ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। শকুনটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই মুঠোফোনে ছবি তুলে ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
স্থানীয় অধিবাসী মুসা মিয়া জানান, “শকুনটি অনেক বড়। বাংলাদেশে এ ধরনের শকুন এখন প্রায় দেখা যায় না। এটি সম্ভবত ভারত থেকে এসেছে।”
সংবাদকর্মী অনিল কুমার জানান, শকুনটি অসুস্থ থাকায় দ্রুত বন্যপ্রাণী অধিদপ্তরে হস্তান্তর করা প্রয়োজন। তিনি বলেন, “সঠিক পরিচর্যার পর শকুনটিকে অবমুক্ত করলে এটি নিজ এলাকায় ফিরে যেতে পারবে। এছাড়া শীতকালে এই এলাকায় শকুনসহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এসব পরিযায়ী পাখি না ধরে অবমুক্ত করার বিষয়ে মানুষকে সচেতন করা দরকার।”
ফুলবাড়ী বন বিভাগের কর্মকর্তা সেকেন্দার ইসলাম বলেন, “শকুনটি অসুস্থ থাকায় লোকালয়ে এসেছে। রংপুর থেকে একটি টিম এসে শকুনটিকে দিনাজপুরের রেসকিউ সেন্টারে হস্তান্তর করবে। সেখানে পরিচর্যার পর এটি অবমুক্ত করা হবে।”
শীতকালীন সময়ে পরিযায়ী পাখির আগমন এই এলাকার প্রকৃতিকে আরও সমৃদ্ধ করে তোলে। তবে এদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।