।। টেক ডেস্ক ।।
ডিসেম্বর মাসের পর বেশ কয়েকটি পুরোনো মডেলের ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। মেটার সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো অপারেটিং সিস্টেম বা কম ক্ষমতার হার্ডওয়্যার সমর্থন করতে ব্যর্থ হওয়ায় এসব ফোনে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা এবং নিরাপত্তা আপডেট বন্ধ হবে। ফলে ব্যবহারকারীদের সাইবার হামলা এবং তথ্য চুরির ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েড কিটক্যাট থেকে আগের কোনও সংস্করণে চলা ফোনগুলোতে এ সেবা আর সমর্থন করবে না। তালিকায় রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি, এবং সনির কিছু জনপ্রিয় মডেল।
তালিকাভুক্ত ফোনের মডেল:
স্যামসাং: Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini.
মটোরোলা: Moto G (1st Gen), Razr HD, Moto E 2014.
এইচটিসি: One X, One X+,Desire 500, Desire 601.
এলজি: Optimus G, Nexus 4, G2 Mini, L90.
সনি: Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V.
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও ইউজার ফ্রেন্ডলি এবং নিরাপদ করতে নিয়মিত আপডেট নিয়ে আসে। তবে ফোনের হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের সীমাবদ্ধতার কারণে পুরোনো ডিভাইসগুলোতে এসব নতুন ফিচার সমর্থন করা সম্ভব হয় না।
এ সিদ্ধান্তের ফলে, ২০২৫ সালের জানুয়ারি থেকে কিটক্যাট ভার্সন চলমান ডিভাইসগুলোতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
পুরোনো ফোন ব্যবহারকারীদের দ্রুত নতুন ফোন বা সমর্থিত অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। সাইবার হামলা ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে নতুন ফিচার এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যাপের আপডেট আসা স্বাভাবিক। তবে পুরোনো ডিভাইসগুলো তা সমর্থন না করায় ব্যবহারকারীদের আপডেট ফোন বা অপারেটিং সিস্টেমে যেতে হবে।