।। লাইফস্টাইল ডেস্ক ।।
শীতের সকালে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য এ সময়টা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সম্প্রতি একটি প্রতিবেদনে দেখা গেছে, সড়ক দুর্ঘটনার ৬৮ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। তাই শীতে বাইক রাইডিংয়ের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।
সতর্ক থাকার প্রয়োজনীয়তা
ভোর ও রাত- এই দুটি সময়ে মোটরসাইকেল দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। সামান্য অসাবধানতাও হতে পারে ভয়াবহ দুর্ঘটনার কারণ। তাই নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো, যা শীতকালে বাইক রাইডিং নিরাপদ করতে সহায়ক হবে।
১. আবহাওয়া যাচাই করুন
বাইকে বের হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। যদি কুয়াশার কারণে কিছুই দেখা না যায়, নিরাপদ স্থানে দাঁড়ান। হাইওয়েতে এই নিয়ম আরো বেশি প্রযোজ্য।
২. হেডলাইট অন রাখুন
রাইডে বের হওয়ার আগে নিশ্চিত করুন যে বাইকের হেডলাইট ও টেইললাইট ঠিকঠাক কাজ করছে। কুয়াশায় সঠিকভাবে ইন্ডিকেটর ব্যবহার করুন এবং সবসময় হেডলাইট অন রাখুন।
৩. টায়ার প্রেশার চেক করুন
শীতকালে শিশির পড়ে রাস্তায় স্লিপ করার আশঙ্কা থাকে। তাই টায়ার এবং টায়ারের প্রেশার নিয়মিত চেক করুন। অতিরিক্ত গতি থেকে বিরত থাকুন এবং গতিসীমা মেনে চলুন।
৪. ব্রেক সিস্টেম ঠিক আছে কি না দেখুন
ঘন কুয়াশায় দ্রুত ব্রেক করার প্রয়োজন হতে পারে। তাই রাইডের আগে উভয় ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা নিশ্চিত করুন। হুটহাট ব্রেক করার বদলে নিরাপদ দূরত্ব রেখে রাইড করুন।
৫. লুকিং গ্লাস পরিষ্কার রাখুন
পেছনের যানবাহন পর্যবেক্ষণের জন্য প্রতি মিনিটে ৬-৮ বার লুকিং গ্লাস দেখুন। কুয়াশার কারণে লুকিং গ্লাস ঘোলা হলে সঙ্গে সঙ্গে মুছে নিন।
৬. রিফ্লেক্টিভ জ্যাকেট ব্যবহার করুন
রিফ্লেক্টিভ জ্যাকেট আপনাকে অন্য যানবাহনের চালকের কাছে দৃশ্যমান করতে সহায়তা করবে। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে ভালো মানের জ্যাকেট এবং ফুল ফেস হেলমেট ব্যবহার করুন।
৭. হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন
শীতকালে বাইকের হ্যান্ডেল ধরে রাখার ফলে হাত অসাড় হয়ে যেতে পারে। তাই ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন।
পরামর্শ
শীতের সকালে এবং রাতে বাইক চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। নিজে সতর্ক থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। নিরাপদ রাইডিংয়ের জন্য এই নিয়মগুলো মেনে চলুন এবং অন্যদেরও সচেতন করুন।