।। উপজেলা প্রতিনিধি ।।
রাজারহাট উপজেলায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্যসামগ্রী ক্রয়ে তেল না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন তালিকাভুক্ত ভোক্তারা। চলতি মাসে টিসিবি ডিলারদের মাধ্যমে শুধু চাল ও ডাল বিক্রি করা হলেও, সয়াবিন তেল সরবরাহ না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন সুবিধাভোগীরা।
পূর্বে টিসিবি পণ্যে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুসুর ডাল এবং ৫ কেজি চাল সরবরাহ করা হতো। ২ লিটার সয়াবিন তেল মাত্র ২০০ টাকায় পাওয়া যেত। তবে এবার টিসিবির সিদ্ধান্ত অনুযায়ী তেল সরবরাহ বাদ দেওয়ায় রাজারহাটের ২৩,৯৯০ জন তালিকাভুক্ত ভোক্তা সুবিধাবঞ্চিত হয়েছেন।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে পণ্য সংগ্রহ করতে আসা ভোক্তা জাহেরুল ইসলাম বলেন, “টিসিবির পণ্যের মধ্যে তেল না থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তেলের দাম বাজারে অনেক বেশি, অথচ টিসিবিতে সয়াবিন তেল দেওয়া হচ্ছে না। এইভাবে টিসিবি কার্ডধারীদের উপকারের বদলে ক্ষতি হচ্ছে।” একইসঙ্গে কার্ডধারী আব্দুস সোবহান বলেন, “আগে চিনি বন্ধ হলো, এখন তেলও বন্ধ। ভবিষ্যতে হয়তো চালও বন্ধ হয়ে যাবে।”
এ প্রসঙ্গে টিসিবি ডিলার রেজাউল করিম রতন বলেন, “আমরা নভেম্বর মাসের পণ্য বিক্রি করছি। এবার সয়াবিন তেল সরবরাহ না থাকায় এটি বিতরণ করা সম্ভব হয়নি। তবে এই মাসে টিসিবি পণ্য বরাদ্দের ঘাটতি ‘ল্যাপ্স’ হয়ে গেছে।”
টিসিবির পণ্য সরবরাহ নিয়ে ভোক্তাদের এই অসন্তোষ দূর করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, “টিসিবি পণ্য বরাদ্দে সয়াবিন তেল না থাকায় ডিলাররা তা বিতরণ করতে পারেননি। তবে ভবিষ্যতে তেলের বরাদ্দ পাওয়া গেলে তা ভোক্তাদের মাঝে বিতরণ করা হবে।”