।। নিউজ ডেস্ক ।।
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি তার বক্তব্যে কুড়িগ্রামের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “কুড়িগ্রাম জেলার প্রায় চার শতাধিক চরাঞ্চল রয়েছে, যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে পড়েছে। সমান বরাদ্দ দিয়ে এই এলাকার উন্নয়ন সম্ভব নয়। পার্বত্য অঞ্চলের মতো চরাঞ্চলের জন্যও আলাদা মন্ত্রণালয় গঠন করা হলে এখানকার মানুষজনের জীবনমান উন্নত হবে এবং বিদেশ গমনে আগ্রহী হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান এবং অন্যান্য প্রশাসনিক ও সামাজিক প্রতিনিধিরা।
বক্তারা জানান, চলতি বছরের প্রথম ১১ মাসে কুড়িগ্রাম থেকে ৫ হাজারের বেশি মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং এর মাধ্যমে ১৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিদেশ গমনে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণার আহ্বান জানান।
আলোচনা শেষে রেমিট্যান্স প্রেরণকারী এবং তাদের পরিবারকে সম্মাননা ও চেক প্রদান করা হয়। পরে কুড়িগ্রাম কলেজ মোড়ে আউটার স্টেডিয়ামে দিনব্যাপী একটি জব ফেয়ারের আয়োজন করা হয়, যেখানে বিদেশ গমন ও কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ নিয়ে তথ্য প্রদান করা হয়।