।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিটায়ার্ড আমর্ড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওস) বাংলাদেশ-এর আয়োজনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাওস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউর বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউসুফ আলী এবং ওয়ারেন্ট অফিসার আব্দুল বাতেন সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. এরশাদুল হক। সভায় তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ঐক্য, পারস্পরিক সু-সম্পর্ক এবং কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে জেলার অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে নতুন একটি কমিটি গঠন করা হয়।
রাওস জেলা কমিটির নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ক্লার্ক মো. আব্দুল বাতেন সরকারকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটিতে মোট ২১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাদের নেতৃত্বে জেলার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।