।। টেক ডেস্ক ।।
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা বিশ্বব্যাপী বিশাল। এবার মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মে নতুন একটি চমকপ্রদ ফিচার আসছে, যেখানে কেউ মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে বা স্ট্যাটাস মিস করলেও নোটিফিকেশন পাঠানো হবে।
জানা গেছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৪.০.২৫.২৯ ভার্সনে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।
হোয়াটসঅ্যাপের একটি অভ্যন্তরীণ অ্যালগরিদম ব্যবহারকারীর চ্যাটিং প্যাটার্ন বিশ্লেষণ করবে। যাদের সঙ্গে ব্যবহারকারীর বেশি কথা বলা হয়, সেই চ্যাটগুলো বিশেষ নজরে রাখবে এই অ্যালগরিদম। যদি ব্যবহারকারী ভুলবশত কোনো মেসেজের রিপ্লাই দিতে না পারেন, তাহলে নোটিফিকেশন দিয়ে মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। একই নিয়ম স্ট্যাটাস মিস করার ক্ষেত্রেও প্রযোজ্য।
এই ফিচারের জন্য যে ডাটা ব্যবহৃত হবে, তা পুরোপুরি লোকাল স্টোরেজে সংরক্ষণ করবে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
যদি আপনি এখনই এই ফিচারটি পরীক্ষা করতে চান, তবে হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রামে সাইনআপ করতে হবে। তবে স্টেবল আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত হওয়ার পর, পুরোনো ভার্সনে থাকলে অ্যাপ আপডেট করতে হবে।
এই অভিনব ফিচারটি ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ ও স্মার্ট করবে বলে ধারণা করা হচ্ছে।