।। উপজেলা প্রতিনিধি ।।
“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে”—এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ধরনীবাড়ী যুব সংগঠনের উদ্যোগে এবং চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আওতায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, ইউপি সদস্য আব্দুস সামাদ ও শাহজাহান আলী, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বিদ্যালয় সভাপতি এনামুল হক এবং সিএনবি প্রকল্পের টেকনিক্যাল লিড অফিসার আব্দুল মোমেন হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, থানার এসআই খালেকুল বাদশাহ এবং এএসআই আকতারুজ্জামান।
ক্যাম্পেইনে বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এ সংক্রান্ত আইনগত অপরাধ সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি, বাল্যবিবাহ বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উপস্থিত সবাই গণসাক্ষর প্রদান করেন।
এই উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়।