।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ৭০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এম.এ মতিন কারিগরি কৃষি ও কলেজ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, গত কয়েকদিন ধরে উলিপুরে রাতভর তুষারের মতো কুয়াশা ঝরছে। ঘন কুয়াশার কারণে দুই হাত দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে গোটা উপজেলা কাঁপছে। নিম্ন আয়ের মানুষজন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে মনোয়ারা ফাউন্ডেশন অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, এম.এ মতিন কারিগরি কৃষি ও কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উলিপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ এবং মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিফাত মনোয়ার শিকদারসহ অনেকে।