।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার ও মঙ্গলবার (৯ ও ১০ ডিসেম্বর) উলিপুরে শীতের তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সূর্যের দেখা নেই, কুয়াশার চাদরে ঢাকা পুরো এলাকা। ঘড়ির কাঁটা সকাল থেকে দুপুরে পৌঁছালেও দিনের আলোর কোনো স্পষ্টতা নেই।
শীতের কারণে নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূলরা পড়েছে বড় বিপদে। দিনমজুররা কাজের জন্য ঘর থেকে বের হলেও প্রচণ্ড ঠান্ডায় কাজ করতে পারছেন না। ফাঁসিদাহ বাজারের দিনমজুর আব্দুল হামিদ, মঞ্জু মিয়া ও হাবলু চন্দ্র জানান, শীতের প্রকোপে ঘর থেকে বের হওয়াই কঠিন, তবে পেটের দায়ে যেতে হচ্ছে।
শীত নিবারণে তারা খড়-কাঠ জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করছেন। অন্যদিকে, শিক্ষার্থীরা কুয়াশা ভেদ করে দীর্ঘপথ সাইকেলে চলতে গিয়ে শীতের প্রকোপে কাহিল হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শীতজনিত রোগ যেমন সর্দি-কাশি, নিউমোনিয়া, হাঁপানি, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার হার বেশি।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আকাশ পরিষ্কার হলে সূর্যের দেখা মিললেও শীতের প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি।
উপজেলার সাধারণ মানুষকে এই সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের যথাযথ পোশাক পরিধান ও স্বাস্থ্য সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
//নিউজ/উলিপুর//জাহিদ/ডিসেম্বর/১০/২৪