।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে শীতের দাপট ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পথঘাট ও প্রকৃতি।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও হিমেল বাতাসে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন বিপাকে পড়েছেন। কুয়াশার মধ্যেই তারা জীবিকার সন্ধানে বের হচ্ছেন। এদিকে দিনের অধিকাংশ সময় সূর্য মেঘের আড়ালে থাকায় তাপমাত্রা আরও কমে যাচ্ছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে, যা জনজীবনে বাড়তি দুর্ভোগ তৈরি করেছে।
শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে জেলা হাসপাতালগুলোতে। নদ-নদীর তীরবর্তী চর ও দ্বীপচরের তিন শতাধিক হতদরিদ্র পরিবার শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছে।
সদরের পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা সমশের আলী বলেন, “ঠান্ডার কারণে খুব কষ্টে আছি। কাজও করতে পারছি না ঠিকমতো। রাতেও শীতের জন্য বিছানায় কষ্ট হয়। আমাদের জন্য ২-১টা কম্বল হলে অনেক উপকার হতো।”
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, “গত ১৫ দিন ধরে জেলার তাপমাত্রা ১২-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এ মাসের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”