।। উপজেলা প্রতিনিধি ।।
ভূরুঙ্গামারীতে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচজন নারীকে “জয়িতা” সম্মাননায় ভূষিত করা হয়েছে। রোকেয়া দিবস ২০২৪ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
এবারের জয়িতারা হলেন, মাসুদা আক্তার (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী)। পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের এই নারী টিউশনির জমানো টাকা দিয়ে গরু খামার ও হাঁস-মুরগি পালন শুরু করে স্বাবলম্বী হয়েছেন। রওশনারা বেগম (সমাজ উন্নয়নে অসামান্য অবদান), গোপালপুর গ্রামের এই নারী স্বামীর দারিদ্র্যপূর্ণ সংসার চালিয়ে ছেলেমেয়েদের পড়াশোনা করিয়েছেন এবং তিনবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেলিনা খাতুন (শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী), ছোটখাটামারী গ্রামের এই নারী শিক্ষকতার পাশাপাশি ব্র্যাক এনজিওর মাধ্যমে নির্যাতিত মহিলাদের সুবিচার নিশ্চিত করতে কাজ করেছেন। আকলিমা বেগম (সফল জননী), দেওয়ানের খামার গ্রামের এই নারী সংসারের দায়িত্ব পালন করে সফল জননী হিসেবে সম্মানিত হয়েছেন। কানিজ ফাতেমা কেয়া (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু), পশ্চিম ভোটহাট গ্রামের এই নারী হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে নতুন করে জীবন শুরু করেছেন এবং এখন স্বাবলম্বী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা আব্দুল আহাদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ওয়াজেদ আলী সরকার, মহিলা কলেজের শহিদুল ইসলাম নয়নসহ দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ ও তাদের ক্ষমতায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। জয়িতা সম্মাননা নারীদের অনুপ্রাণিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী বলেন, “জয়িতারা সমাজে নারীর অগ্রগতির প্রতীক। তাদের গল্প অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হবে।”
এ অনুষ্ঠান রোকেয়া দিবস উদযাপনের অংশ হিসেবে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) এর গুরুত্ব তুলে ধরে সফলভাবে সম্পন্ন করা হয়।
//নিউজ/ভূরুঙ্গামারী//মাইদুল/ডিসেম্বর/০৯/২৪