।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে এক বাবা তার নবজাতক কন্যা শিশুকে ৩৫ হাজার টাকায় দত্তক দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামে।
কন্যা শিশুটির নাম খাদিজাতুল কোবরা, বয়স মাত্র তিন দিন। শিশুটির বাবা দুলাল মিয়া (৪৪) মুখের মাড়ির পচনজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রংপুর কসির উদ্দিন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং অপারেশন করা হয়। এক মাসের চিকিৎসায় সামান্য উন্নতি হলেও খরচ জোগাতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে যায়।
চিকিৎসার খরচ মেটাতে বাধ্য হয়ে দুলাল মিয়া ও তার স্ত্রী শাহিমা বেগম তাদের তিন দিন বয়সী কন্যা খাদিজাতুল কোবরাকে এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দেন। এলাকাবাসীর সহায়তায় একটি স্ট্যাম্পের মাধ্যমে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। বিনিময়ে তারা ৩৫ হাজার টাকা পান, যা দিয়ে চিকিৎসা খরচ চালানো হচ্ছে।
শাহিমা বেগম জানান, তাদের পরিবারের আয় উপার্জন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্বামীর চিকিৎসা ও ঋণ শোধ করার জন্য এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাদের আট সদস্যের পরিবারে আর্থিক অনটনের কারণে ছেলেমেয়েদের পড়াশোনা ও খাবারের খরচ মেটানো সম্ভব হচ্ছে না।
এলাকার ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, দুলাল মিয়ার চিকিৎসার জন্য এলাকাবাসী কিছু চাঁদা তুলেছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। চিকিৎসার খরচ মেটাতে বাধ্য হয়ে তারা কন্যা শিশুকে দত্তক দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। তবে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
//নিউজ/উলিপুর//জাহিদ/ডিসেম্বর/০৭/২৪