।। নিউজ ডেস্ক ।।
সংবাদ প্রকাশের জের ধরে সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তকে খুঁজে বেড়াচ্ছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকরা। বুধবার রাতে দফায় দফায় কুড়িগ্রাম প্রেসক্লাবসহ জেলা সদরের বিভিন্ন মোড়ে তারা সুজন মোহন্তকে খুঁজতে থাকেন এবং দেখা পেলেই প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক সুজন মোহন্ত।
সমকালে গত ২ ডিসেম্বর প্রকাশিত ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামের প্রতিবেদনকে কেন্দ্র করে এ পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগে সুজন মোহন্ত উল্লেখ করেন, প্রতিবেদন প্রকাশের পর বুধবার রাত ৮টার দিকে বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থক রিপন রহমান, মহুবর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজন কুড়িগ্রাম প্রেসক্লাবে তাকে খুঁজতে যান। পরবর্তীতে সাড়ে ৮টার দিকে শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং রাত ৯টার দিকে কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে গিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। সেখানে উপস্থিত সাংবাদিকরাও এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, “সাংবাদিক সুজন মোহন্তের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।” তবে এ বিষয়ে জানতে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।