।। উপজেলা প্রতিনিধি ।।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মতলেবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সচেতন নাগরিক সমাজের আবু জাফর সোহেল রানা, ফিরোজ কবির কাজল, শিক্ষার্থী আবিদা প্রমুখ।