।। উপজেলা প্রতিনিধি ।।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতেই ২০২৪ সালের জুলাই-আগস্টে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আহত ছাত্র-জনতা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সেই সময়ের নির্যাতনের কথা তুলে ধরেন। বক্তারা জানান, ভূরুঙ্গামারী উপজেলার আওয়ামী লীগের দোসরা তাদের ওপর কীভাবে আক্রমণ চালিয়েছিল।
আহত আসাদ মোড়ের আসাদুলের ছেলে আতিকুল ইসলাম বলেন, “৪ তারিখে ছাত্র আন্দোলনে আসার সময় আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আমরা সাদ্দাম মোড়ে বাধার মুখে পড়ি এবং জামতলায় পৌঁছানোর পর পুলিশের গুলিতে আমি আহত হই। আমার পিঠে ১৬টি বুলেট লাগে। পরে আমাকে সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে আমি সুস্থ হই।”
ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মানুষের অধিকার এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের নতুন করে প্রেরণা দিয়েছে। আন্দোলনের সূচনালগ্নে স্থানীয় পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের হুমকি দিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। কিন্তু এই অভ্যুত্থান ছিল দেশের মানুষের বিজয়ের পথে বড় পদক্ষেপ।” তিনি আরও বলেন, “যে কোনো নতুন ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করবো।”
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, “ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। প্রতিটি অন্যায় প্রতিহত করার জন্য ব্যক্তি, পরিবার, এবং সামাজিক পর্যায়ে জোটবদ্ধ হতে হবে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আবারও রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে ঠেলে দেব।” তিনি আরও বলেন, “এই আন্দোলন আমাদের শিখিয়েছে, এমন একটি সমাজ গড়তে হবে যেখানে ফ্যাসিজম বা একমাত্রিক ক্ষমতার সরকার আর কখনো মাথাচাড়া দিতে পারবে না।”
সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোসাম্মৎ হোসনে আরা খাতুন, কৃষি অফিসার মো. আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, কাজি মোস্তফা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্য শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।