।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জিয়া আদর্শ বাজারে উচ্ছেদের নামে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিক। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জিয়া বাজারের মূল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ব্যবসায়ীরা কুড়িগ্রাম পৌরসভা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে যুগ্ম জজ আদালত-১ এর নাজির পরিচয়ধারী ব্যক্তি এবং দেড় শতাধিক বহিরাগত লোকজন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। কোনো ধরনের নোটিশ ছাড়াই দোকান ভাঙচুর করে মালামাল লুটপাট করা হয় এবং তাদের উচ্ছেদ করা হয়। তারা আরও অভিযোগ করেন, উচ্ছেদের সময় বাধা দিতে গেলে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে তাদের স্থান ত্যাগ করতে বাধ্য করে।
বক্তারা বলেন, “আমরা দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে এই জায়গায় পৌরসভার লিজ নিয়ে ব্যবসা করে আসছি। ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর আলম জায়গার মালিকানা দাবি করলেও তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তাদের দাবি যদি বৈধই হয়, তবে কোনো প্রকার নোটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা কেন? আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করি।”
ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম বলেন, “আমরা কুড়িগ্রাম পৌরসভা ও থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো আইনি সহায়তা পাইনি। একজন নাগরিক হিসেবে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। আমরা অসহায় এবং ন্যায়বিচার চাই।”
ডাঃ অমিত কুমার বসু বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। জাহাঙ্গীর আমার কর্মচারী, তার পক্ষ নেওয়ার কারণে আমার নাম জড়ানো হয়েছে। যতদূর জানি, জমির মালিক জাহাঙ্গীর এবং আদালতের রায়ও তার পক্ষে রয়েছে। আমি অন্যায়ভাবে জমির মালিকানা দাবি করার কোনো চেষ্টা করিনি।”
কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার জানান, “আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আদালতে মামলা চলমান আছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের ক্ষতিপূরণ ও ন্যায়বিচার দাবি করেছেন।