।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা আবহাওয়া জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৭ থেকে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
দিনের বেলা তাপমাত্রা সহনীয় থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে বিস্তীর্ণ এলাকা। ফলে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে, ফলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে।
শীত ও কুয়াশার কারণে মাঠের শ্রমিক ও খেটে খাওয়া মানুষ বেশ বিপাকে পড়েছে। কুয়াশা ও ঠান্ডার কারণে তারা সময়মতো কাজে বের হতে পারছেন না। বিশেষ করে চরাঞ্চল ও নদী তীরবর্তী দরিদ্র মানুষেরা এই ঠান্ডার কষ্টে বেশি ভুগছেন।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা আবু সাঈদ বলেন, “গত ৫-৬ দিন ধরে শীত ও ঠান্ডা বেড়েছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এতে কাজ করতে সমস্যা হচ্ছে। কিন্তু সংসার চালানোর জন্য বাধ্য হয়েই বের হতে হচ্ছে।”
দিনমজুর নামদেল বলেন, “আজ খুব কুয়াশা পড়েছে। আমরা ভোরেই কাজের জন্য বের হয়েছি। যতই ঠান্ডা হোক, কাজ না করলে তো সংসার চলবে না।”
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, “চলতি মাসের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস বইতে পারে। এতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।”
শীত ও কুয়াশার এমন পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়রা গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন। সংশ্লিষ্টদের শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অনেকেই।