।। উপজেলা প্রতিনিধি ।।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উলিপুর থানার এসআই আব্দুর রশিদ ও এএসআই সুমন মিয়াসহ পুলিশ দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, রিয়াদ সরকার (২৮), উপজেলা যুবলীগের সদস্য ও গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের রবিউল হোসেনের ছেলে। হাসানুর রহমান (৩৫), দলদলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খামার মাগুড়া গ্রামের হান্নান সরকারের ছেলে। আনোয়ার হোসেন জাদু (৫৭), তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর সাদুল্লা গ্রামের শামছুল হকের ছেলে। মারুফ হাসান মিলন (২৪), উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি ও গুনাইগাছ কাজির চক গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ গেট এবং মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের তুলে নিয়ে লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় উলিপুর থানায় একটি মামলা দায়ের হয়, যার ভিত্তিতে এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান শুক্রবার (২২ নভেম্বর) বিকালে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।