।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পর মাত্র এক সপ্তাহের মধ্যে মামলার সাক্ষীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারিকেলবাড়ী গ্রামের শাহীন মিয়ার সঙ্গে একই এলাকার মানিক মিয়ার ছেলে লাল মিয়া (৪০) ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মাঝে মাঝে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায়, গত ৩ নভেম্বর শাহীন মিয়া লাল মিয়াসহ কয়েকজনকে আসামি করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর গত ৭ নভেম্বর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠক আয়োজন করা হয়। কিন্তু উভয় পক্ষ বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি। এর পরদিন, ৮ নভেম্বর সকালে লাল মিয়া ও তার সহযোগীরা শাহীন মিয়ার বাড়িতে হামলা চালায়। সে সময় বাড়িতে কেউ না থাকলেও মামলার সাক্ষী সাবানা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয়রা সাবানা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সাবানা বেগম নিজে বাদী হয়ে থানায় আরেকটি মামলা দায়ের করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
//নিউজ/উলিপুর//জাহিদ/নভেম্বর/১৫/২৪