।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকির হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে ছাত্রদলের বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আকাশসহ কয়েকজন নেতাকর্মী তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং বিক্ষোভে বাধা দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজিজ নাহিদ এবং সাদিকুর রহমান সাদিক। নাহিদ বলেন, “আমরা আগেও এই ভিসির পদত্যাগের দাবি জানিয়েছি, কিন্তু আমাদের দাবির পক্ষে কেউ কথা বলেনি। ফ্যাসিস্ট ভিসির অপসারণ এখন সময়ের দাবি।”
শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন এবং ছাত্রদলের বাধার নিন্দা জানান।
মানববন্ধনে বাধা দেয়ার প্রসঙ্গে জানতে চাইলে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আকাশ জানান, ভিসির পদত্যাগের দাবির বিপক্ষে আমরা নই। কিন্তু আমাদের জেলার স্বার্থে ও বিশ্ববিদ্যালয়টি দ্রুত চালুর জন্য আপাতত আন্দোলন না করাই ভালো। বিশ্ববিদ্যালয়টি চালু হলে ভিসির পদত্যাগের জন্য আমরা সবাই একসাথে আন্দোলনে নামবো এটাই আমাদের চাওয়া ছিল।