।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি কুড়িগ্রাম জেলার জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মো. আল আমিনকে আহ্বায়ক এবং এইচকে হীরাকে সদস্য সচিব করে গঠিত ৪১ সদস্যের এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। বুধবার, ১৩ নভেম্বর, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে সকল উপজেলা ও পৌর শাখা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকদের মতামত গ্রহণপূর্বক যৌথ স্বাক্ষরে অনুমোদন করে জিয়া মঞ্চের কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জিয়া মঞ্চ জেলা আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহমুদুল হাসান। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইমন মো. ইমরান, বিপ্লব সরকার, মাসুদ রানা বাবু, আলমগীর হোসেন, সেকেন্দার লিমন, ফরিদ হাসান, ইসলাম গণি মিঠু, রবিউল ইসলাম রাজু, লাল মিয়া, আলামিন বাবু এবং মো. খোকন মিয়া। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রোকনুজ্জামান রোকন, সাজেদুল ইসলাম সাজ্জাদ, সুজন আহমেদ, মুন্না হাসান, ফজলু, মাসুম খানসহ প্রমুখ।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল কুড়িগ্রাম জেলা কমিটির অনুমোদন দিয়েছেন।
কুড়িগ্রাম জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ আল আমিন কমিটি প্রকাশের জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কুড়িগ্রামের কৃতিসন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপদেষ্টা সদস্য তাসভীর উল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক আব্দুল খালেক এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশ ও দলের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি বলে জানান তিনি।