।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সদর ও রাজাহাটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের সহিংসতা এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার (১১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ছাত্ররাজনীতি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের অপরাধী সদস্যদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের উদ্যোগে দুপুরে মোক্তারপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রুবেলসহ জেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে ছাত্রলীগের সহিংস কার্যক্রমের সমাপ্তি এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রলীগের সহিংসতায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। ছাত্রদল নেতৃবৃন্দের মতে, এসব পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তি ও নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে।
অপরদিকে, রাজাহাট উপজেলায় সকাল সাড়ে এগারোটায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বর থেকে ছাত্রদলের আয়োজনে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে সড়ক অবরোধ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় রাজাহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী বলেন, “গত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে আজকের এ কর্মসূচি কেন্দ্রীয় কমিটির নির্দেশে আয়োজিত।”
তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা যেসব নৃশংস হামলা চালিয়েছে, সে সব ঘটনার মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম হোসেন, কলেজ শাখার আহ্বায়ক আকরামুল হক এবং সদস্য সচিব হিমু। এ সময় ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ, রাজারহাট, চাকিরপশার এবং ছিনাই ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।