।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারীতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা বিএনপির দাদা মোড়স্থ কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান ফিরোজ, যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কৃষক দলের হায়দার আলী চিশতী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ছাত্রদল সভাপতি আমিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় নিয়ে আসা হয়। বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি দেশের মহান নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অসীম সাহস ও দেশপ্রেমের কারণে তাঁকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। আজকের পটপরিবর্তনে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তাঁর নেতৃত্বে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এদিকে, উলিপুরে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পৌর শহরের প্রধান সড়কগুলোতে একটি বনাঢ্য র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সহ-সভাপতি মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও, চিলমারীতে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সামছুদ্দিন আহম্মেদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমানসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।