।। নিউজ ডেস্ক ।।
দেশের শীর্ষ কুবারনেটিস বিশেষজ্ঞ ও প্রযুক্তিপ্রেমীদের অংশগ্রহণে বাংলাদেশ কুবারনেটিস ইউজার গ্রুপের মিটআপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর বনানী ক্লাবে এ মিটআপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
কুবভার্ট ও কুবারনেটিসের প্রথম লেকচারে আশরাফ মিনহাজ আলোচনা করেন, একই অবকাঠামোতে লিগ্যাসি অ্যাপ্লিকেশন এবং আধুনিক কনটেইনার ব্যবস্থাপনা কিভাবে করা যায়। সাইফুল ইসলাম তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে কুবারনেটিসের চ্যালেঞ্জ ও সমাধান সম্পর্কে নতুন ধারণা দেন। দ্বিতীয় লেকচারে আমদাদুল বারী “কুবারনেটস অ্যাপ্লিকেশন স্কেলিং” নিয়ে আলোচনা করেন, যা কমিউনিটি সদস্যদের স্কেলিং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়। মোঃ মাহাদী হাসান রাজীব কুবারনেটিস বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে ক্লাউড নেটিভ কম্পিটিং ফাউন্ডেশন (CNCF) থেকে বাংলাদেশের দ্বিতীয় কুবেস্ট্রোনট হিসেবে উপাধি পাওয়া মো. নাসির উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়। এই কমিউনিটি কিভাবে সোশ্যাল ভ্যালু ড্রিভেন ও হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করতে পারে সেগুলো নিয়ে অনুষ্ঠানের শেষ অংশে আলোচনা করেন আমির হোসেন।
কমিউনিটির সদস্যরা কুবারনেটিস ও কনটেইনার প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আরিফ হোসেনের পরিচালনায় প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া উদ্বোধনী সেশন, কুইজ ও সমাপনী সেশনসহ সম্পূর্ণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন আমির হোসেন এবং জসিম আলম।
কুবারনেটিস কমিউনিটিকে আরও শক্তিশালী করতে এ ধরনের আয়োজনের বিষয়ে জোর দেন অনুষ্ঠানে উপস্থিত সকলে।