।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে এক ঘণ্টার জেলা তথ্য অফিসারের দায়িত্ব পালন করলেন জেলা এনসিটিএফ’র শিশু গবেষক ও বর্ডার গার্ড পাবলিক স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জ্যোতি। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়েস বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ৩টায় জেলা তথ্য অফিসারের কার্যালয়ে জান্নাতুল জ্যোতির কাছে প্রতীকী দায়িত্ব হস্তান্তর করেন জেলা তথ্য অফিসার মো: শাহজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক অমিত চন্দ্র পাল, ইয়েস বাংলাদেশ’র জেলা সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবী, জেলা ভলান্টিয়ার খাদিজা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা জাতীয় শিশু টাস্কফোর্সের চাইল্ড পার্লামেন্ট সদস্য কেএম নাজমুস সাকিব শাহী।
প্রতীকী দায়িত্বপ্রাপ্ত তথ্য অফিসার জান্নাতুল ফেরদৌস জ্যোতি দায়িত্ব বুঝে নেয়ার পর তথ্য অফিসে কর্মরত সকলের সাথে পরিচিত হন। পরে তিনি উপস্থিত সকলের সামনে জেলার বাল্য বিবাহ ও শিশু অধিকার বিষয়ে প্রচারণা এবং তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন। জেলা তথ্য অফিসার মো: শাহজাহান আলী সুপারিশমালাগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন বলে জানান।
উল্লেখ্য, ব্যতিক্রমধর্মী ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মধ্যদিয়ে একজন কিশোরী, কন্যাশিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি চালু করা হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জেলা তথ্য অফিস বিভাগ যৌথভাবে অনুষ্ঠানের সহযোগিতা করে।